Home » ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নদীতে পরে গিয়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নদীতে পরে গিয়ে শিশুর মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
185 ভিউজ

ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নোনা নদীতে (যাদুরাণী বড় ব্রিজ) এর থেকে একসাথে দুইজন শিশু পানিতে ডুবে যায়।

গতকালকে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও আর একজনকে মৃত উদ্ধার করতে হয়েছে হরিপুর ফায়ার সার্ভিসকর্মীদের

শনিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার সময় নোনা নদী (যাদুরাণী বড় ব্রিজ) এর পশ্চিম পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় সাব্বির হোসেন (৭) ও মোস্তাফিজুর রহমান (৪) নামে দুই শিশু৷

ব্রিজেই কাজে থাকা একজন শ্রমিক শিশু মোস্তাফিজুর রহমান কে দেখতে পায়৷ এবং পানিতে থেকে তাকে জীবিত উদ্ধার করে৷

শিশুটি জিজ্ঞাসা করা হলে সে বলে আমার সাথে সাব্বির নামে আরো একজন ছেলে ছিল৷ সে আগে পানিতে পড়ে ডুবে যায়৷

এসময় হরিপুর ফায়ার সার্ভিসে জানানো হলে তারা এসে উদ্ধারের অনেক চেষ্টা করে ব্যর্থ হয়৷

রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টার সময় ডুবুরীর একটি টিম পানিতে নেমে ২০ মিনিটে মধ্যে পানি থেকে সাব্বির হোসেন (৭) এর মৃত দেহ উদ্ধার করে৷
জানাযায়,জীবিত মোস্তাফিজুর রহমান নন্দগাঁও (ধানহাটী) গ্রামের আব্দুল মতিনের ছেলে ও মৃত সাব্বির হোসেন নন্দগাঁও(গণাগাছি) গ্রামের আনোয়ারের ছেলে৷

এ ব্যাপারে হরিপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,গতকাল বিকাল ৫:৪৫ মিনিটে বাচ্চা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমাদের সাধ্যমতো কয়েক ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হলে আমরা রংপুর নিয়ন্ত্রণ অফিসে ডুবুরী টিম চাইলে আজ সকালে ডুবুরী টিম একজনের লাশ উদ্ধার করে।

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন,আমার বিষয়টি অবগত আছি৷
নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন