Home » ঠাকুরগাঁওয়ে এমপি রমেশ সেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে এমপি রমেশ সেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কর্তৃক xVS2UqarHx07
186 ভিউজ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কার্ত্তিকতলা আওয়ামীলীগ অফিসে এই দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার ঘোষের সভাপতিতে অনুষ্ঠিত্ব দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মিলাদ ও দোয়া পড়ান ক্বারী মোঃ আব্দুল মালেক ও বিশেষ প্রার্থনায় পবিত্র গীতা পাঠ করেন নিতাই চক্রবর্তী।
দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে এমপির রোগ মুক্তি সহ দেশ ও জণগণের কল্যাণ কামনা করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি অসুস্থতার কারণে ভারতের চেন্নাই এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জেলার বিভিন্ন জায়গায় তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। তারই ধারাবাহিকতায় আজ শুখানপুকুরী ইউনিয়নে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন