Home » ঠাকুরগাঁওয়ে নারগুন সিনিয়র আলিম মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে নারগুন সিনিয়র আলিম মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

কর্তৃক xVS2UqarHx07
165 ভিউজ

ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথীঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন সিনিয়র আলিম মাদ্রাসার পক্ষ থেকে ওই ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও আ’লীগ মনোনীত প্রার্থী মো: সেরেকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দুপুরে নারগুন সিনিয়র আলিম মাদ্রাসা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সভাপতি মো: বেলাল হোসেন এর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো।

সংবর্ধণা অনুষ্ঠানের আগে আমন্ত্রিত প্রধান অতিথি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, নবনির্বাচিত নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম ও মাদ্রাসার সভাপতি মো: বেলাল হোসেনকে ফুলেল শুভেচ্ছ জানান মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানে নারগুন ইউনিয়ন আ’লীগের সভাপতি সত্যেন্দ্র নাথ রায়, ইউনিয় যুবলীগের সভাপতি সানাউল হক সানা, সাধারণ সম্পাদক নূরনবী নুরু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহরাব আলী সহ স্থানীয় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনষ্ঠিানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম সকলের সহযোগিতায় নারগুন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন