ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিলসহ মিলন (৪২) ও আলমগীর (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩।
গত রবিবার র্যাব-১৩ গভীর রাতে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ পৌরসভা বেগুনগাঁও রোড ৮নং প্রাইমারি স্কুল সংলগ্ন কেনাবেচার সময় ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মিলন রাণীশংকৈল থানার টাঙ্গাগজ গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং আলমগীর হোসেন হরিপুর থানার মারাধার গ্রামের নুরুল হকের ছেলে। র্যাব-১৩ সদস্য বাদী হয়ে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. খাইরুল আনাম।