Home » ঠাকুরগাঁওয়ে মায়ের উপর অভিমান করে ১০ বছরের শিশুর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে মায়ের উপর অভিমান করে ১০ বছরের শিশুর আত্মহত্যা

কর্তৃক xVS2UqarHx07
165 ভিউজ

ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথী:

ঠাকুরগাঁওয়ে মায়ের উপর অভিমান করে রাকিব নামে ১০ বছরের এক শিশু আত্মহত্যা করেছে।

গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তানভিরুল ইসলাম।

আত্মহননকারি রাকিব ওই এলাকার আসলাম আলীর ছেলে এবং একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।

জানা যায়, গতকাল সন্ধ্যায় শিশু রাকিব তার এক প্রতিবেশি শিশুর সাথে খেলা করছিলো, এসময় তার মা রতনা বেগম তাকে বকাঝকা করে। এতে শিশু রাকিব মায়ের উপর অভিমান করে ঘরে গিয়ে দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশু রাকিবের আত্মহত্যার বিষয়টি কেউ মেনে নিতে পারছে না।

ওসি তানভিরুল জানান, এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন