ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ আলমগীর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকি উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীদের অংশ গ্রহনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুম ও উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব বিধান চন্দ্র দাস প্রমুখ।
শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে চারটি গ্রুপে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারি শিক্ষার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
রচনা প্রতিযোগিতায় ক বিভাগের জন্য বিষয় নির্ধারণ ছিলো “শেখ রাসেল আমাদের বন্ধ”ু, খ বিভাগের জন্য নির্ধারিত ছিলো “শেখ রাসেল আমাদের ভালোবাসা”। চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগের জন্য বিষয় নির্ধারণ ছিলো ‘উন্মুক্ত’, খ বিভাগের জন্য ছিলো “খেলাধুলায় শেখ রাসেল”, গ বিভাগের জন্য ছিলো “রাসেল স্বপ্নের ভ’বন” ও ‘ঘ’ বিভাগ নির্ধারিত ছিলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য।