ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথী :
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় আইনের আশ্রয় লাভের অধিকার লিগ্যাল এইডের মাধ্যমে নিশ্চিত করেছে শেখ হাসিনা সরকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজন ও আরডি আরএস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল মো. গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো.আব্দুল হালিম,সাধারন সম্পাদক অ্যাড. মো.এন্তাজুল হক, প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীগণ।