ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ আলমগীর:
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাথে পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন এর সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এর আগে পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসনেকে ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সম্পাদক নূরে আলম শাহ প্রমুখ।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। আপনারা আপনাদের জ্ঞানচক্ষু দিয়ে সমাজের ত্রুটি-বিচ্যুতিগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরবেন।অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না, তা সে আমার ডিপার্টমেন্টের হোক বা অন্য কোন।তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সম্পুর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ হবে।নিয়োগকে কেন্দ্র করে জেলার কোথাও যদি কোন ধরণের অর্থ লেন-দেন এর ঘটনা ঘটে, সাথে সাথে আমাকে অবহিত করবেন।আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অনলাইন প্রেসক্লাবের সহ-সম্পাদক মুসা রাখাল, সাংগঠনিক সম্পাদক এন্টুনি ডেভিড নীল, দপ্তর সম্পাদক মো: আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, ক্রীড়া সম্পাদক এস এম মনিরুজ্জামান মিলন, কার্যকরী সদস্য কুদরত আলী, সদস্য আবুল হোসেন, মোস্তাফিজুর রহমান আকাশ, জাহিরুল ইসলাম,কায়ছার হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।