চুয়াডাঙ্গা প্রতিনিধি হাফিজুর রহমান :
চুয়াডাঙ্গায় ডাউন সিনড্রোম প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া, আট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার অফিসে ডাউন সিনড্রোম প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া, আট ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরন অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোতাহারুনেছা সদ্যজাত শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার রইচ উদ্দীন, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর ম্যানেজার খাইরুল ইসলাম, সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী, ওয়াসেফ প্রকল্পে প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও প্রোগ্রাম ফোকাল সাইদুর রহমান। সহযোগিতায় ছিলেন প্রদীপ প্রকল্পে সুপারভাইজার আসাদুজ্জামান ও মহিবুল হাবীব।