Home » ডিনেসার্ড স্পিরিট উদ্ধার করেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ডিনেসার্ড স্পিরিট উদ্ধার করেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কর্তৃক xVS2UqarHx07
184 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯ শ লিটার ডিনেসার্ড স্পিরিট উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার একটি বাড়ি থেকে ডিনেচার্ড স্পিরিট উদ্ধর করা হয়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৫টি ড্রাম বোঝায় ৯০০ লিটার ডিনেসার্ড স্পিরিট উদ্ধার উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে বাবুর বাড়ি থেকে পালিয়ে যায়।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বাবুল দীর্ঘদিন যাবত স্পিড বিক্রি করে আসছেন। গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওই সকল স্পিরিট উদ্ধার করি। তিনি বলেন, বাবুলকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন