Home » ঢাকা মিরপুরে’র যুবক সুনামগঞ্জে’র (নিলাদ্রী লেক) পানিতে ডুবে মৃত্যু

ঢাকা মিরপুরে’র যুবক সুনামগঞ্জে’র (নিলাদ্রী লেক) পানিতে ডুবে মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
310 ভিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি

ঢাকা মিরপুরে যুবক সুনামগঞ্জে’র (নিলাদ্রী লেক) পানিতে ডুবে মৃত্যু।

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি লেক) সাতার না জানাই রাকিব আহমদ পায়েল নামে (২১) এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সে ঢাকার মিপুরের ফরহাদ হোসেনের ছেলে।

রাকিবের এক বন্ধু জানায়, ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলা সদরঘাট থেকে পর্যটকবাহী একটি ইঞ্জিন চালিত নৌকায় করে রাকিব সহ ১০ জন বন্ধু টাঙ্গুয়া হাওর ঘুরে বিকাল প্রয় সাড়ে ৪ টার দিকে শহীদ সিরাজ লেকে সাতার কাটতে নামে।

কিছুক্ষন পর লেক থেকে ৯ বন্ধু সাতার কেটে পাড়ে উঠলেও রাকিব নেই।

পরে বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় জাল দিয়ে প্রায় আধা ঘন্টার পর তাকে পানির নীচ থেকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়
পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জররী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যটক রাকিব হাসানকে হাসপতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শহীদ সিরাজ লেকে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিহতর মরদেহ সহ তার বন্ধুরা রয়েছে। সেখানে পুলিশ রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন