শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ জেষ্ঠ সহসভাপতি আলী মর্তূজা,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো. সুহেল রানা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমূখ।উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা এন্থনি রংদি,উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক নুসরাত জাহান ঝুমা,ঢাকা আহসানিয়া মিশনের ফিল্ড ফ্যাসিলেটেটর আছমা আক্তার,সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহ প্রমূখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করেন স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা।