সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস/২০২১ পালিত হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিকেল ৫টায় উপজেলা বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।সভায় জনপ্রতিনিধি,ইউনিয়ন পরিষদের সচিব,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আলাউদ্দিন,উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সাংবাদিক শওকত হাসান,আদিবাসী নেতা আন্দ্রীয় সলমার,উত্তর বড়দল ইউপি সদস্যা সুষমা জাম্বিল,ইউনিয়ন পরিষদের সচিব গুলেনূর মিয়া,মনিরুল ইসলাম প্রমূখ।