শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের মনিরুল ইসলাম ওরফে মাফিকুল নামে এক হাফিজি মাদ্রাসার ছাত্র ধানের চারা সংগ্রহ করতে গিয়ে হারিয়ে গেছে।
তার বয়স ১০ বছর। পিতার নাম মো. তনু মিয়া।
তার পারিবারিক সূত্রে জানাযায়, সে গত ৩১ ডিসেম্বর সকাল ৭টায় ধানের চারা সংগহের জন্য গ্রামের সামনে শনির হাওর পাড়ে জালা খেতে যায়।
পরে সকাল ১১টায় প্রতিদিনের মতো ফিরার কথা থাকলেও সে আর ফিরে আসেনি।
মাফিকুল তার নিজ গ্রামের ধুতমা হাফিজি মাদ্রাসার ছাত্র।
পরবর্তীতে সে বাড়িতে ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে।
তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা তাহিরপুর থানায় এ সংক্রান্ত একটি জিডি করেছেন।
এবিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ছেলে হারানোর বিষয়টি শুনেছি।
এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
কোন সুহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (০১৩২০১২০৮৬৮) ও তার স্বজন (০১৭২৮১৮৬৮৭১) নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।