সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে নিরাপদ সড়ক পানিতে ডুবা ও পানিপথে নিরাপত্তা শীর্ষক সর্বাত্তক গণসচেতনতা তৈরী কর্মশালা অনুষ্টিত। সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস এর আয়োজনে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও এসএ আহাম্মদ শাফী।কর্মশালায় উপজেলার শিক্ষক,সাংবাদিক,ঈমাম,জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,ডা. ফয়েজ আহমদ,ডা. মির্জা রিয়াদ হাসান,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম ও খতিব মাও.দ্বীন ইসলাম প্রমূখ।
সভায় নিরাপদ সড়ক,পানিতে ডুবা ও পানিপথে নিরাপত্তা বিষয়ে গণসচেতনতা তৈরী করতে সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।