শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ উক্ত পূর্বঞ্চলী জেলাগুলিতে মারাত্মকভাবে বন্যায় আক্রান্ত ক্ষুদ্র কৃষকদের জন্য জরুরী পশু সম্পাদক সহায়তা প্রকল্প এর
পুষ্টিকর গবাদি পশুর দানাদার খাদ্য
(২৭ নভেম্বর) শনিবার বেলা ১১ ঘটিকায়
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে’র কৃষকদের মধ্যে বিতরণ করেন।
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
হাজী এম ইউনুছ আলী ওমরা হজের জন্য সৌদি সফরে থাকায়।
৩নং ওয়ার্ড সদস্য মোঃ আবু মিয়া ভারপ্রাপ্ত দায়িত্বে থাকায়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু মিয়া সাহেবের নির্দেশনায়
গবাদি-পশুর দানাদার খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয় ।
তাহিরপুর উপজেলা ফ্যাসিলেটেটর কর্মকর্তা
সম্রাট আহামেদ এর উপস্থিতিতে,
জরুরী পশু সম্পাদক সহায়তা প্রকল্পের মাঠকর্মীরা’র পরিচালনায় বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড ইউ পি সদস্য মাহাবুব আলম, ২নং ওয়ার্ড সদস্য ইয়াকুব হোসেন,৪নং রুপন আহামেদ,৫নং ওয়ার্ড সদস্য শামছুল আলম, ৬নং ওয়ার্ড সদস্য জুয়েল আহামেদ, ৭নং ওয়ার্ড সদস্য সামায়ুন কবির, ৮নং ওয়ার্ড সদস্য হারুন মিয়া এবং ১ ২ ও ৩নং ওয়ার্ড সদস্যা রাজনা আক্তার সিমা, ৪ ৫ ও ৬ নং ওয়ার্ড সদস্যা রহিমা বেগম,৭ ৮ ও ৯নং ওয়ার্ড সদস্যা রওসানারা বেগম,উদ্যোক্তা জমির উদ্দিন,স্বেচ্ছাসেবক ইকবাল হোসেন প্রমুখ।
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে
মোট ২২৩ টি পরিবারের মধ্যে দুই বস্তা করে
মোট= ৪৪৬ বস্তা পুষ্টিকর গবাদি পশুর দানাদার খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।