Home » তাহিরপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাহিরপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
127 ভিউজ

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

(৪ ই ডিসেম্বর) রবিবার বেলা ১২ ঘটিকায় এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে বেরিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে তাহিরপুর পূর্ব বাজারে উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কান্তি কর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ৪ ডিসেম্ভর তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট ৫নং সাব-সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে সম্মূখযুদ্ধে পরাজিত হয়ে পাকিস্থানী বর্বর হানাদার বাহিনী তাহিরপুর ছেড়ে পালিয়ে যায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন