Home » তাহিরপুর সীমান্তে মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর সীমান্তে মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক xVS2UqarHx07
258 ভিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৭ পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী আটক।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী মোদেরগাঁও গ্রামের মো. সোবানের ছেলে মো. নুরুল হক (২৪)।

বিজিবি সূত্রে জানা গেছে, (৬ই সেপ্টেম্বর) সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে লাউড়েরগড় বিওপির হাবিলদার মো. রুহুল আমিনের নেতৃত্বে বিশেষ একটি টহল দল সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট লাউরগড় নামক স্থানে তার গতিবিধি সন্দেহ হলে বিজিবি তাকে প্রথমে চ্যালেঞ্জ করে।

পরে তার দেহ তল্লাশী চালিয়ে বিশেষ স্হানে রাখা ৭ পিস ভারতীয় ইয়াবা এবং তার ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে।

সুনামগঞ্জ – ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তছলিম এহসান পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত যুবককে বিজিবি জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদক দ্রব্য নিয়নতন্ত্র দমন আইনে মামলার প্রস্ততি চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন