চুয়াডাঙ্গা জাহাঙ্গীর আলম মানিক:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহান হোসেন নামের এক ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা বাসস্টান্ড এলাকার রশিদ শাহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। নিহত সোহান হোসেন (১৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের নতুনপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও দর্শনা মালেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিস্ত্রী।
জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মালেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ শেষ করে দুপুরে মোটরসাইকেল যোগে সোহান হোসেন বাড়িতে খাবার খেতে যাচ্ছিল। পথিমধ্যে দর্শনা বাসস্টান্ড এলাকার রশিদ শাহ মাজারের সামনে পৌছালে।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে
পাকা রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শনা থানার ওসি লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।