আজকের মেহেরপুর ডেস্ক:
দামুড়হুদা উপজেলার কাদিপুর থেকে স্যালোমেশিনসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তিরা হলেন- উপজেলার জয়রামপুর মালিতাপাড়ার মিজানুরের ছেলে জসিম (২৫) ও কাদির গাঙপাড়ার শকুর আলীর ছেলে তরিকুল ইসলাম (২৪)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে কাদিপুর বটতলা নামকস্থান থেকে থেকে তাঁদের আটক করা হয়।
জানা যায়, দামুড়হুদা থানাধীন কাদিপুর টহল ডিউটি অবস্থায় জয়রামপুর মালিতাপাড়ার মিজানুর রহমানের ছেলে জসিম ও কাদিপুর গাঙপাড়ার শুকুর আলীর ছেলে তরিকুল ইসলাম ব্যাটারিচালিত ভ্যানে করে স্যালোমেশিন নিয়ে আসছিলেন। এসময় পুলিশের জিজ্ঞাবাদে সঠিক উত্তর দিতে না পারাই তাদেরকে আটক করা হয়। পরে জানা যায় কাদিপুর গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলের স্যালোমেশিন চুরি করে নিয়ে যাচ্ছিল তাঁরা।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুইজনকে আটক করা হয়েছে এবং স্যালোমেশিন জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।