চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
দামুড়হুদা উপজেলার চার ইউপি নির্বাচনে গতবারের বিদ্রোহী প্রার্থী সহ ১৮জন চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তারা হলেন দামুড়হুদা সদর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী হযরত আলী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদির
জুড়ানপুর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন, স্বতন্ত্র প্রার্থী (গতবারের বিদ্রোহী) সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোনাজাত হোসেন, রুহুল আমিন, সজিব মাহমুদ,
কুড়ুলগাছি ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী কাফি উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী সরফরাজ উদ্দীন, কামাল উদ্দীন, আক্তারুজ্জামান, বর্তমান চেয়ারম্যান (গতবারের বিদ্রোহী) এনামুল করিম ইনু,
কার্পাসডাঙ্গা ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম, নজির আহম্মেদ, আব্দুল কাদির।
এদিকে,দামুড়হুদা সদর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪জন, সাধারণ পুরুষ আসনে ৫০জন, জুড়ানপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১০জন, সাধারণ পুরুষ আসনে ৩৬জন,
কুড়ুলগাছি ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১৩জন, সাধারণ পুরুষ আসনে ৪৮ জন ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১৫ জন, সাধারণ পুরুষ আসনে ৫০জন মনোনয়ন সংগ্রহ করেছেন। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার চার ইউনিয়নে সর্বশেষ ভোটার হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩হাজার ৩৮৭জন।