দামুড়হুদা প্রতিনিধি হাফিজুর রহমান :
চুয়াডাঙ্গায় বালতির পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই শিশুর নাম শিশু আলিফ হোসেন। সে একই উপজেলার কুড়ুলগাছি গ্রামের মানিক মন্ডলের ছেলে।
নিহত শিশুর মা জেসমিন খাতুন বলেন, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলেসহ আমি বাবার বাড়ি বিষ্ণুপুর গ্রামে থাকি। আজ দুপুরে টিউবওয়েলের পাশে কাপড় ধুচ্ছিলাম। এ সময় পাশেই উঠানে খেলা করছিল আমার ছেলে আলিফ। কাপড় ধোয়া শেষে সেগুলো রোদে দিতে যাই। কিছুক্ষণ পর এসে আলিফকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে তাকে কাপড় ধোয়ার বালতির ভিতরে মৃত অবস্থায় পাই। আমার অসাবধানতার কারণেই আজ ছেলেকে হারালাম।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আর কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে