জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সোমবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
দামুড়হুদা মডেল থানা ও দর্শনা থানা
পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং পরে দামুড়হুদা উপজেলার চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে দামুড়হুদা মডেল থানা ও দর্শনা থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দামুড়হুদা মডেল থানার ওসি ও অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ ও দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর
এ সময় উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- তদন্ত ওসি আব্দুল্লাহ আল- মামুন দামুড়হুদা মডেল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, হেলাল,উদ্দিন, আনারুল ইসলাম।