চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম:
সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার (৬) অক্টোবর
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভার মাধ্যমে এই দিবস পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জননেতা জনাব মোঃ আলী মুনছুর বাবু। বলেন জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম সনদ গ্রহণকারীদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার প্রদান করা হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তাছলিমা আক্তার বলেন
আলোচনা সভায় উঠে আসে প্রত্যেক ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব সুদীপ্ত কুমার সিংহ। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা সাংবাদিকবৃন্দ প্রমুখ।