Home » দামুড়হুদায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত -২

দামুড়হুদায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত -২

কর্তৃক xVS2UqarHx07
163 ভিউজ

দামুড়হুদা চুয়াডাঙ্গা থেকে জাহাঙ্গীর আলম মামানিক:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক আবুল কালাম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর মোটরসাইকেলে থাকা দু’জন।

আজ রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম একই উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের ওমর ফারুক মালিতার ছেলে শাকিল মালিতা (২২) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল হাইয়ের ছেলে হাসিবুল ইসলাম (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল কালাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার ব্যবসাপ্রতিষ্ঠান কার্পাসডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। এ সময় কার্পাসডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে শাকিল ও তার বন্ধু হাসিবুল কুড়ুলগাছির দিকে যাচ্ছিলেন। পরে তারা কার্পাসডাঙ্গা নতুনপাড়ার মোড়ে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়। ওসি আরও জানান, অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ আবুল কালামের মৃত্যু হয়। আহত দু’জনের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে

০ মন্তব্য

You may also like

মতামত দিন