চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে (২৮) সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় দামুড়হুদা উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা বুথের মাধ্যমে এ টিকা প্রদান করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন পরির্দশক, করে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছোসেবী কাজ করছেন।
এসময় ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য জনাব মো: আলি আজগার এমপি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: আলি মুনছুর,বাবু। দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার তাসলিমা আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দামুরহুদা ও দর্শনা থানার অফিসার ইন চার্জসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
মানুষকে একযোগে প্রথম ডোজের টিকা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।