চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিদেশি সিগারেট চোরাচালানকারীরা অবৈধভাবে নিয়ে যাচ্ছিলেন এ সময় দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের দিকনির্দেশনা।
আজ বৃহস্পতিবার ৩০ শে সেপ্টেম্বর
এসআই মারজান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা উপজেলার ছোটদুধ পাতিলা মুড়িফ্যাক্টরীর সামনে ইটের হেরিং রোডের উপর থেকে ইজিবাইক ও বিদেশি সিগারেট সহ তিন জনকে আটক করে পুলিশ। গ্রেফতার কৃত আসামীদের নিকট থেকে সাদা পলিথিন ও বাদামী রংয়ের কসটেপদ্বারা মোড়ানো ৯৬ বান্ডেল ও ১৯শত,২০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করেন পুলিশ।
আসামী ১। মোঃ হারুন অর রশিদ (৪০), পিং-মোঃ আঃ করিম, গ্রাম প্রতাবপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা।
আসামী ২। মোঃ আঃ মতিন (৩০), পিং-মোঃ আনিচুর রহমান,গ্রাম -প্রতাবপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা,।
৩। মোঃ সুমনুর রহমান @ সুমন (৩১), পিং-মোঃ ফজলুর রহমান, সাং-কুঠিদূর্গাপুর, থানা ও জেলা-ঝিনাইদহ।
ধৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা নং-১২, তাং-৩০/০৯/২০২১, ধারা-২৫ B এর ১ (B)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।