জাহাঙ্গীর আলম মানিক, দামুড়হুদা প্রতিনিধি:
দামুড়হুদায় বুদ্ধিজীবি স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত ।
দামুড়হুদায় বুদ্ধিজীবি স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বুদ্ধিজীবিদের স্বরণ করে বিস্তার আলোচনা শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।