দামুড়হুদা চুয়াডাঙ্গা জাহাঙ্গীর আলম মানিক:
দামুড়হুদা মডেল থানা পুলিশের সফল অভিযানে ১০ বোতল ফেন্সিডিল ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৫,২০০টাকাসহ
মোছাঃ কোহিনুর বেগম (৪৮), নামের এক মহিলা মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃত মোছাঃ কোহিনুর বেগম দামুড়হুদা উপজেলার গুলশানপাড়া এলাকার মোঃ আনসার আলী মোল্লার স্ত্রী মোছাঃ কোহিনুর বেগম।
দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে শনিবার ১ জানুয়ারি রাত সারে (৮) দিকে। দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদ এর দিক নির্দেশে এবং গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মোঃ কামরুল ইসলাম, এএসআই মসলেম উদ্দিন সংগীয় ফোর্স সহ দামুড়হুদা থানাধীন দামুড়হুদা গ্রামস্থ গুলশানপাড়া চৌরাস্তা মোড় হইতে
মোঃ পিন্টু (২১), পিং মোঃ আনসার আলী এর মুদি দোকানের মধ্যে হইতে মোছাঃ কোহিনুর বেগম কে আটক করেন পুলিশ।আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।