দামুড়হুদা প্রতিনিধি: জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা
দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুগ্ম সম্পাদক শেখ হাতেম, সহ-সম্পাদক শিমুল রেজা, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ সন্জু, কোষাধ্যক্ষ আসহাবুল আলম, ক্রিয়া সম্পাদক চঞ্চল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা মিন্টু,
সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, সদস্য মিরাজ রায়হান, আরাফাত মল্লিক প্রমূখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পন, আপনারা বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। আপনাদের বস্তনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমেই সমাজ উপকৃত হবে। আমি আশা করি দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপজেলার সকল সম্ভাবনা, দূর্নীতি ও অপরাধের চিত্র মানুষের সামনে তুলে ধরবেন। যদি আমি নিজেও কোন অপরাধ বা দূর্নীতি করি তাহলেও আপনারা লিখবেন। এই উপজেলায় কোন দূর্নীতি, অন্যায় ও অপরাধের ব্যাপারে আমি কঠোর অবস্থানে থাকবো। দূর্নীতি ও অন্যায়ের সাথে আমার কোন আপোষ নেই। তিনি আরো বলেন, কোথাও কোন অপরাধ, বাল্যবিবাহ বা কোন রকম দূর্নীতির কোন কিছু পেলে আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।