Home » দিনাজপুরে ঘন কুয়াশার চাদরে হিলি

দিনাজপুরে ঘন কুয়াশার চাদরে হিলি

কর্তৃক xVS2UqarHx07
165 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

দিনাজপুর জেলা হিমালয়ের কাছে হওয়ায় হিলিসহ পাশের জেলা ও উপজেলাতে শীতের প্রকোপ আগেই শুরু হয়েছে। দিন দিন বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা। কোনো কোনো দিন সূর্যের দেখা মিলছে না দুপুর পর্যন্ত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত থাকছে।

এদিকে ঘনকুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশার কারণে যাত্রীও কম হচ্ছে বাসগুলোতে। নিম্নআয়ের লোকেরা শীতের কারণে সকালে বাড়ির বাইরে যেতে পারছেন না। ফলে সাধারণ কাজ-কর্ম ব্যাহত হচ্ছে।

অন্যদিকে শীত বাড়তে শুরু করায় দিনাজপুরে হিলিসহ আশেপাশের বাজারগুলোতে গরম কাপড়ের দোকানগুলোতে বিকিকিনি বেড়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন