গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ২ ঘণ্টার ব্যবধানে আবারাে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিপন হােসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন খােকন আলী নামের আরেক যুবক । নিহত শিপন জেলার গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং আহত খােকন একই উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের আসমত আলীর ছেলে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনীর ওলিনগর নামক স্থানে ট্রাক চাপায় হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শিপন নিজ বাড়ি থেকে তার নিকট আত্মীয় খােকনকে নিয়ে একটি মােটরসাইকেলযােগে হােগলবাড়ীয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে গাংনীর ওলিনগর নামক স্থানে একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভার টেক করে) যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের নিচে পড়ে শিপন ঘটনাস্থলেই নিহত হন । এসময় আহত হন খােকন। তাকে উদ্ধার করে স্থানীয় বামন্দীর একটি ক্লিনিকে নেয়া হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিপনের লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য,আজ বুধবার বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনীর আকবপুর নাম স্থানে ট্রাকের সাথে মােটরসাইকেলের মুখােমুখি ধাক্কায় ২ কলেজ ছাত্র নিহত হয়। এ ঘটনার ২ ঘণ্টা পর একই সড়কে এদিন সন্ধ্যা ৬ টার দিকে আবারাে সড়ক দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটলাে।