নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মেহেরপুরঃ মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন থানা পাড়া জামে মসজিদের পেশ এমাম হাসানুজ্জামান। পরে এশিয়ান টিভির ৯ বছরের পথ চলা ও সফলতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
গাংনী উপজেলা প্রতিনিধি মিনারুল ইসলামের সঞ্চালনায় মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা নির্বাহী অফিসার আসানুজ্জামান রিপন, সহকারী কমিশনার ভুমি আবু সাইদ, ইংরেজি ভাষা গবেষক ও লেখক এম এ বাশার, মেহেরপুর রিপোর্টারস ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন মেহেরপুরের সব চেয়ে জনপ্রিয় ব্যান্ড দল অলবিলর।