Home » নড়াইল ডিবি পুলিশের অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ ১জন আটক

নড়াইল ডিবি পুলিশের অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ ১জন আটক

কর্তৃক xVS2UqarHx07
222 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

নড়াইল ডিবি পুলিশ লোহাগড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ ১ (এক) মাদক কারবারিকে আটক করেছে।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ২০ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ০১:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ওসি) জনাব সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এস আই (নিঃ) সঞ্জীব ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লোহাগড়া থানাধীন নোয়াপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: সিরাজুল ইসলাম ওরফে পল্লব (২৫), পিতা- মোঃ মনিরুজ্জামান শেখ, গ্রাম- নোয়াপাড়া, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল কে ফেনসিডিল বিক্রয় করতে যাওয়ার সময় তার নিজ বাসা হতে ২০ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রফতার করেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় , নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) মহোদয় নড়াইল জেলা হতে মাদককে জিরো টলারেন্সে আনার জন্য নির্দেশনা প্রদান করেন, তারই ধারাবাহিকতায় নড়াইল ডিবি পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদককে নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

মাদক কারবারী আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় প্রেরণ করা হয়েছে।

নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন