Home » পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা

কর্তৃক xVS2UqarHx07
118 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মেহেরপুর জেলা প্রশাসন।
শনিবার (২৫ জুন), সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান এর নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়েছে।

শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

এসময় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা (রাজস্ব), লিংকন বিশ্বাস (শিক্ষা ও আইসিটি), পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
নানা রঙের ব্যানার ফেষ্টুন আর বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে পৌঁছানোর পর পদ্মা সেতুর বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শণ করা হয়।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সন্ধায়ও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মেহেরপুর জেলা প্রশাসন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন