Home » পবিত্র শবে মেরাজ আগামীকাল

পবিত্র শবে মেরাজ আগামীকাল

কর্তৃক xVS2UqarHx07
415 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

আগামীকাল সোমবার ২৬ রজব ১৪৪৩ হিজ’রি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ। ধ’র্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী। ইস’লাম ধ’র্মমতে, মহানবী হযরত মুহাম্ম’দ (সা.) এর ৫১ বছর বয়সে মিরাজের ঘটনা ঘটে।

মহান আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিম (সা.) মিরাজের রাতের এই ঘটনা স্ম’রণে ধ’র্মপ্রা’ণ মু’সলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবে মেরাজ পালন করেন।

এদিকে ইস’লামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবে মেরাজ ১৪৪৩ হিজ’রি উদযাপন উপলক্ষে কাল বেলা দেড়টায় (বাদ যোহর) বায়তুল মুকাররম জাতীয় ম’সজিদে ‘পবিত্র শবে মেরাজ’ এর গুরুত্ব ও তাত্পর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধ’র্মপ্রা’ণ মু’সল্লিদের এতে অংশ নিতে ইস’লামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

সূত্রঃ ডেলি একাত্তর

০ মন্তব্য

You may also like

মতামত দিন