নিজস্ব প্রতিবেদক:
ক্রিকেটের ব্যাট সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রাজ্জাক ও মতিয়ার রহমান নামের দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে।আহত ২ জনকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রাজ্জাক পিরোজপুর গ্রামের আশকার (পেটুক)’র ছেলে। এবং মতিয়ার রহমান একই গ্রামের আসকার আলীর ছেলে। জানাগেছে আগের দিন পিরোজপুর গ্রামের কুদ্দুসের ছেলে টুটুল এবং খোকন মোল্লার ছেলে আনোয়ারের মধ্যে ক্রিকেটের ব্যাট নিয়ে মারামারি হয়। ওই ঘটনার জের ধরে সোমবার রাতে দয়ালের নেতৃত্বে রাজ্জাক মতিয়ারের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় তারা দুজন আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।