Home » পুলিশ সুপারের  নির্দেশে মেহেরপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযান ৫ জন গ্রেফতার ।

পুলিশ সুপারের  নির্দেশে মেহেরপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযান ৫ জন গ্রেফতার ।

কর্তৃক xVS2UqarHx07
113 ভিউজ

আমঝুপি অফিস:

 

পুলিশ সুপারের  নির্দেশে মেহেরপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযান ৫ জন গ্রেফতার ।

 

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম এর নির্দেশে মেহেরপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযান। সাজাপ্রাপ্ত পলাতক আসামি, মাদক মামলার আসামি সহ ৫ জনকে গ্রেফতার করেছে।

 

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সহরসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনর নের্তৃত্বে সঙ্গীয় এসআই মোঃ ফারুখ হোসেন, এসআই অরুন কুমার দাস, এসআই শফিকুল ইসলাম শিশু, এসআই উজ্জল হোসেন, এএসআই দেবদাস মন্ডল, এএসআই মোঃ মিরাজুল ইসলাম, এএসআই মোঃ হাসান শাহনেওয়াজ, এএসআই মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স জিআর নং-২৯২/২১ (মেহেরপুর) সাজাপ্রাপ্ত মেহেরপুর থানার মামলা নং-৩৬, মেহেরপুর পৌরসভার হঠাৎ পাড়ার নূর হোসেনের ছেলে মোঃ সহিদুল ইসলাম, জিআর-৪১/২০১৯ এর আসামী সদর উপজেলার কালিগাংনী পশ্চিমপাড়ার নিয়ামত আলীর ছেলে মোকাদ্দেস ইসলাম, সিআর সাজা নং-২৭/২০১৯ মেহেরপুর, স্মারক নং-২৮৬,এর আসামী চাঁদবিল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ রাজু আহাম্মদ, সিআর নং-৯৭৫/২০২৩(ঝিনাইদহ) এর আসামী শিশিরপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোছাঃ রশিয়া খাতুন এবং শোলমারী নতুনপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে মোঃ সেন্টু মিয়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন