চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
মোছাঃ লিমা খাতুন (২৫), পিতা- মোঃ ফজলুল হক, সাং- হরিশপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এর সাথে গত ১০ বছর আগে মোঃ উজ্জল হোসেন(৩২), পিতা- জাহার আলী মন্ডল, সাং-তিতুদহ, থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা এর ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। তাদের সংসার জীবনে ১। শাওন (৭), ২। হুজাইফা (১৫ মাস) নামের ফুটফুটে দুইটি ছেলে জন্ম গ্রহন করে। সংসার জীবন ১০বছর অতিবাহিত হওয়ার পর গত ০৬মাস আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সংসারে চলমান বিরোধ এমন পর্যায়ে পৌছায় যে গত ০২ মাস আগে উজ্জল তার স্ত্রী লিমা কে তার পিতার বাড়ীতে তাড়িয়ে দেয়। ফলে তাদের সুখের সংসার ভাঙ্গার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।
এমতাবস্থায় লিমা খাতুন স্থানীয়ভাবে ও নিকট আত্নীয় স্বজনের মধ্যস্থতায় মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়। পরবর্তীতে ০২ সন্তানের ভবিষৎ জীবন এর বিষয় অনুধাবন করে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত অভিযোগটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপনবর ন্যাস্ত করেন। জেলা গোয়েন্দা শাখা কর্মরত এএসআই রমেন সরকার উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। আন্তরিকতার সাথে বোঝানোর চেষ্টা করেন এবং পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জনাব মোঃ জাহিদুল ইসলাম এর প্রত্যক্ষ মধ্যস্থতায় লিমা খাতুন এবং উজ্জল হোসেন দম্পত্তি পুনরায় সংসার করতে সম্মত হয়। ফলে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম এর হস্তক্ষেপে
শাওন (৭), হুজাইফা(১৫মাস) ফিরে পেল তাদের বাবা-মা’কে এবং তারা ফিরে পেল একটি সুখের সংসার।