আজকের মেহেরপুর ডেক্স:
কুমিল্লা সদরের নানুয়ার দিঘীরপাড়ের হিন্দুধর্মাবলম্বীদের পূজামন্ডপে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে। কুমিল্লায় পুজামন্ডপে পবিত্র কোরআন অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সেই চক্রান্ত বাস্তবায়নেরই অংশ কিনা তা সরকারকে খতিয়ে দেখতে হবে। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই ন্যাক্কারজনক ঘটনায় দেশের কোটি কোটি কোরআন প্রেমিক মুসলমান ক্ষুদ্ধ। কারণ, মুসলমানরা কোরআনকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কোন ব্যক্তি বা গোষ্ঠী কোরআন অবমাননা করলে বিক্ষুদ্ধ মুসলমান শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। অথচ আমরা কুমিল্লায় লক্ষ্য করছি, ঘটনাস্থলে অপরাধীদের গ্রেফতার অভিযান পরিচালনা না করে প্রসাশন উল্টো প্রতিবাদরত মুসলমানদের উপরই চড়াও হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে কোরআন অবমাননাকারী দাঙ্গাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯২ ভাগ নাগরিক মুসলমান। সরকারকে মুসলমানদের ভাষা বুঝতে হবে, তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যারা দাঙ্গা বাঁধিয়ে শান্তি নষ্ট করতে চাইছে শক্ত হাতে তাদের দমন করতে হবে।
সূত্রঃ ইনকিলাব