Home » প্রতি বছরের ন্যায় জয় নেহাল মানবিক ইউনিটের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রতি বছরের ন্যায় জয় নেহাল মানবিক ইউনিটের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
150 ভিউজ

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয় নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়াইলদহ গ্রামের শতাধিক গরিব, অসহায় ও দুস্থ‌ পরিবারের মাঝে জয় নেহাল মানবিক ইউনিট খাদ্য সামগ্রী বিতরণ করলেন। গত ২৯ তারিখ শুক্রবার দিবাগত রাতে ঝড় বৃষ্টির মধ্যে রাতের আধারে প্রতিটি গরিব-দুঃখীদের বাড়িতে বাড়িতে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন ইউনিটের সকল সদস্যরা।

জয় নেহাল মানবিক ইউনিট আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্ণধার আবুল কালাম আজাদের নেতৃত্বে উক্ত ইউনিটের প্রতিনিধি সেলিম, রাকিব, আব্দুল্লাহ, তানিম, মিলন, লিটন সহ আরো অনেকে রাতভর ঝড় বৃষ্টিতে ভিজে প্রতিটি গরিব-দুঃখীদের ঘরে ঘরে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ বিষয়ে প্রবাসী জয় নেহাল এক বার্তায় বলেন, ঈদের আনন্দ যেন গরিব-দুঃখীদের মধ্যে মলিন না হয়ে যায়, আনন্দটা সকলের মধ্যেই যেন বিরাজ করে। এ উপলক্ষে হরিপুর বোয়াইলদহ গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী জয় নেহাল মানবিক ইউনিটের প্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

তিনি আরো বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করা যায়। আমি আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। সর্বশেষ তিনি তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন