Home » প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝিনাইদহে লক্ষাধীক মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝিনাইদহে লক্ষাধীক মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ

কর্তৃক xVS2UqarHx07
139 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরনীয় করে রাখতে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ নান্দনিক উদ্যোগ গ্রহন করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে মানবতার কল্যান সাধনে ২৮ সেপ্টম্বর ঝিনাইদহের লক্ষাধীক মানুষকে দেওয়া হবে করোনার টিকা। এই টিকা হবে প্রধানমন্ত্রীর স্মরণে স্বাস্থ্য বিভাগের উপহার। তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। মন্ত্রানালয়ের নির্দেশনা মোতাবেক রোববার বিকালে এ নিয়ে সভা করেছি। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় করোনার টিকা প্রদান করা হবে, যাতে মানুষ প্রধানমন্ত্রীর জন্মদিনটি স্মরণীয় করে রাখতে পারে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো স্বাস্থ্য বিভাগ ও আমাদের জন্য অনেক কিছু করেছেন। তার জন্য তো আমরা কিছুই করতে পারি। সে জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপহার স্বরুপ ঝিনাইদহের লক্ষাধীক মানুষকে টিকা দেওয়া হবে, যেটাকে বলা হবে টিকা ক্যাম্পেইন। সিভিল সার্জন দপ্তর থেকে বলা হয়েছে, প্রতিটি ইউনিয়নে ১৫০০ ও পৌর এলাকায় ৫০০ জনকে টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন