আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনী পৌর এলাকার রাবেয়া দারুল এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে রাবেয়া দারুল এতিমখানায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের আয়ােজন করে গাংনী পৌরসভা। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস-সহ এতিমখানার শিক্ষকবৃন্দ।