Home » প্রার্থী পরিবর্তন, মুজিবনগর উপজেলার মহাজনপুরে আ.লীগের প্রার্থী রেজাউর রহমান নান্নু

প্রার্থী পরিবর্তন, মুজিবনগর উপজেলার মহাজনপুরে আ.লীগের প্রার্থী রেজাউর রহমান নান্নু

কর্তৃক xVS2UqarHx07
296 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী পরিবর্তন করা হয়েছে। গত শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সেই তালিকায় মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু’র নাম আসে। সেই মনোনয়ন পরিবর্তন করে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রবিবার রাতে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীর তালিকা সংশোধন করে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল ৯ অক্টোবর ২০২১ শুক্রবার বিকাল ৪ টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ মনোনীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি‘র সরকারি গনভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের ১টি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় অসাবধানতাবশত মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর পরিবর্তে ভূল নাম লিপিবদ্ধ হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন