নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়া সদর থানায় আগ্নেয়াস্ত্র আইনের মামলার এজাহার নামীয় আসামী মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) জাহাঙ্গীর আলম (৪২) কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
জাহাঙ্গীর আলম মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মৃতু চায়েন উদ্দীনের ছেলে ও মটমুড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সাধারণ সদস্য (মেম্বর)।
শুক্রবার (১৫ জুলাই), রাত ৯ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে হোগলবাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। জাহাঙ্গীর আলমের নামে বগুড়া সদর থানায় আগ্নেয়াস্ত্র আইনে একটি মামলা রয়েছে। যার নং এসটিসি ১৬৪/২০০৯ ইং। মামলায় আদালতের পরোয়ানাভূক্ত পেয়ে তাকে গ্রেফতার অভিযান চালান গাংনী থানা পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আদালতের গ্রেফতারী পরোয়ানা পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার সকালের দিকে গ্রেফতারকৃত মেম্বর জাহাঙ্গীর আলমকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম মটমুড়া ইউনিয়ন পরিষদে একাধিকবার সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়া থানা পুলিশের অস্ত্র আইনে দায়ের করা মামলায় সে জামিনে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।