নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মুজিবনগর থানা পুলিশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর থানার ওসি মেহেদী হাসান।