নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শােক দিবস যথাযােগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সােমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। আরাে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নারগিস সুলতানা নির্জনার সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভােকেট রাশিদুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম,গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,সাংবাদিক সাহাজুল সাজু প্রমুখ।
আলােচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দােয়া মাহফিল পরিচালনা করেন,উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ইলিয়াস হােসেন।