Home » বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা মধ্য দিয়ে মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা মধ্য দিয়ে মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

কর্তৃক xVS2UqarHx07
170 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

“টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতা আজ অগ্রগণ্য”শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা মধ্য দিয়ে মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

দিবসটি উপলক্ষে,
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকারসহ নারীরা উক্ত র‍্যালীতে অংশ নেন।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে পরিষদ হলরুমে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন