আজকের মেহেরপুর ডেস্ক:
বাংলাদেশ আনসার ও ভিডিপি মেহেরপুরের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক আমজাদ হোসেন মোল্লা পিএএমএস।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, যশোর ৭ আনসার ব্যাটালয়ান পরিচালক মোল্লা আবু সাইদ খুলনা ৯ আনসারব্যাটালিয়ান পরিচালক সাজ্জাদুর রাহমান, চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়ান পরিচালক তরোবদার আলমগীর হোসেন, খুলনা জেলা কমান্ডেন্ট মোঃ সেলিমুজাম্মান, মাগুড়া জেলা কমান্ডেন্ট শুভ্রূ চৌধুরী, সাতক্ষীরা জেলা কমান্ডেন্ট মোছাঃ মরসেদা খানম,যশোর জেলা কমান্ডেন্ট সনজয় কুমর সাহ্,বাঘেরহাট জেলা কমান্ডেন্ট ফারুক আহমেদ, কুষ্টিয়া জেলা কমান্ডেন্ট সোহেলুর রহমান, ঝিনাইদহ জেলা কমান্ডেন্ট আশিক উজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সাংস্কৃতিক দল সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।