আমঝুপি অফিস:
মেহেরপুরের বারাদি চাঁদপুরের মাঝা মাঝি আলগামন এবং পাখি ভ্যানের মুখোমুখী সংঘর্ষে মোছাঃ আছিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা মারাত্মক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আছিয়া খাতুন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের ওমর আলীর স্ত্রী। জানা গেছে আছিয়া খাতুন বিকালের দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হেমায়েতপুর থেকে চিকিৎসা শেষে পাখি ভ্যানে বাড়ি ফেরার পথে মেহেরপুর সদর উপজেলা বারাদী চাঁদপুরের মাঝামাঝি স্থানে বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।